বিশ্বভারতী কাণ্ড: সিবিআই তদন্তের দাবিতে রাজভবনে বিজেপির যুব মোর্চা

0
4

বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে রাজভবনে গেল বিজেপির যুব মোর্চা। পাশাপাশি স্থানীয় বিধায়ক-সহ ঘটনায় জড়িতদের গ্রেফতারির দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের স্মারকলিপি জমা দেয় তারা।

এদিন রাজভবন থেকে বেরিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, “বিশ্বভারতীর জমি দখল করতে হামলা চালানো হয়েছিল। নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক।” অনুপম হাজরা, সৌমিত্র খাঁ প্রতিনিধি দলের সদস্যরা দাবি করেন, ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।

প্রসঙ্গত, পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বিশ্বভারতীতে উত্তপ্ত হয় পরিস্থিতি। ঠিকা সংস্থার যন্ত্রপাতি ভাঙচুর, নির্মীয়মাণ পাঁচিল ভাঙা হয়। পাঁচিল দেওয়ার প্রতিবাদে মিছিল করেন স্থানীয়রা। মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি। তাতেই শুরু হয় রাজনৈতিক তরজা। যদিও বিধায়ক সাফ জানান, প্রাক্তনী হিসেবেই উপস্থিত হয়েছিলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশেই বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু বৈঠক ডাকেন। কিন্তু সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কেউ যাননি।