অসহায় মহিলা ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের বিশেষ ফুড কুপন দেবে রাজ্য

0
2

অসহায় মহিলা ও তৃতীয় লিঙ্গের রেশনকার্ডের আবেদনকারীদের বিশেষ ফুড কুপন দেবে রাজ্য সরকার৷

মহামারি পরিস্থিতিতে নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করলেও তা হাতে পেতে বাড়তি সময় লাগছে। তাই তাঁদের আবেদনের নিষ্পত্তি করে ৫ সেপ্টেম্বরের মধ্যে ফুড কুপন ইস্যুর নির্দেশ দিয়েছে খাদ্যদফতর। ডিজিটাল রেশন কার্ড না পাওয়া পর্যন্ত বিশেষ ফুড কুপনেই রেশন পাবেন তাঁরা। সাদা রঙের নন-ডিজিটাল রেশন কার্ডে খাদ্যশস্য দেওয়া আগেই বন্ধ হয়ে গিয়েছে। তবে যাঁদের কাছে এখনও ওই কার্ড রয়েছে, তাঁরা লকডাউন পর্বে তা দিয়েই রেশনের খাদ্যশস্য নিতে চাইছেন। এই গ্রাহকদের জন্য এখনও পর্যন্ত পাঁচ লক্ষেরও কিছু বেশি ফুড কুপন ইস্যু করা হয়েছে। তাঁদের বেশিরভাগই মাসে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খাদ্যদপ্তর সম্প্রতি তৃতীয় লিঙ্গ ও অসহায় মহিলাদের ডিজিটাল রেশন কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট ঠিকানা না থাকায় এঁদের অনেকেই এতদিন রেশন কার্ড করাতে পারেননি। এখন নির্দিষ্ট ফর্মে আবেদন করলে দ্রুত ডিজিটাল রেশন কার্ড দিচ্ছে খাদ্যদপ্তর। কিন্তু কার্ড তৈরি হয়ে গেলেও ডাক বিভাগের দেরির জন্য হওয়ায় তা গ্রাহকের কাছে পৌঁছতে সময় লাগছে। তাই আবেদন অনুমোদন হলেই বিশেষ ফুড কুপন ইস্যু করা হচ্ছে, যাতে রেশন দোকান থেকে বিনা পয়সায় খাদ্যশস্য তাঁরা পান৷