করোনাভাইরাসের জেরে সাপ্তাহিক লকডাউনের প্রথমদিনের পর আজ, শুক্রবার দ্বিতীয় দিনেও কলকাতায় আগুন লাগার আতঙ্ক। এবারও সেই পার্ক স্ট্রিট। গতকাল পার্ক স্ট্রিট ম্যানসনে এক চা কোম্পানিতে আগুন লাগার পর আজ শহরের সর্বোচ্চ বহুতল “42”-এ আগুনের আতঙ্ক। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করে বিল্ডিং-এর 42 তলায় ধোঁয়া দেখতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, বহুতলে শ্রমিকেরা রান্নার কাজ করছিলেন, যার ফলে এই ধোঁয়া তৈরি হয়েছিল। বিল্ডিংয়ে কোথাও আগুন লাগার ঘটনা ঘটেনি।





























































































































