পরপর তিনদিন কোচবিহারের প্রধান ডাকঘরে লিঙ্ক নেই। প্রয়োজনে যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত রোগী প্রবীর গোস্বামী। কিন্তু তিনদিনই খালি হাতে ফিরতে হচ্ছে তাঁকে। একই অবস্থা আরও অন্যান্য গ্রাহকদের। কেউ কিনবেন ওষুধ কেউ বা ঘরের নিত্য প্রয়োজনীয় সামগ্রী। হাতে টাকা নেই। পোস্ট অফিসে গচ্ছিত টাকাও তুলতে পারছেন না তাঁরা। এমত অবস্থায় চূড়ান্ত দুর্ভোগে গ্রাহকরা।
মঙ্গলবারও টাকা তুলতে গিয়ে লিঙ্ক না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এই প্রসঙ্গে কোচবিহার হেড পোস্ট অফিসের পোস্ট মাস্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তিনি কথা বলেননি। কবে ব্যবস্থা পরিবর্তন হবে পোস্ট অফিসের তরফে সেটাও কিছু জানানো হয়নি।