ছাড়ালে না ছাড়ে, কী করিব তারে… আইপিএলে ভিভোর ৪৪০ কোটি টাকার স্পনসরশিপ বাতিল হয়েছিল, তাতে চিনা লগ্নি ছিল বলে। কিন্তু মঙ্গলবার দুপুরে অন লাইন গেম সংস্থা ড্রিম ইলেভেন এবারের আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল চিনা কীর্তি। জানা গিয়েছে, এই ড্রিম ইলেভেনেও রয়েছে চিনা বিনিয়োগ। ভারতীয় মুদ্রায় এই বিনিয়োগের অঙ্কটা প্রায় ১১৩৩ কোটি টাকা। সংস্থার মোট শেয়ারের ১৪% পকেটে রয়েছে চিনা সংস্থা টেন সেন্টারের।
প্রশ্ন হচ্ছে, এই দাবি যদি সঠিক হয়, তাহলে কী সিদ্ধান্ত নেবে আইপিএল গভর্নিং বডি, কিংবা কেন্দ্রীয় সরকারেরই বা অবস্থান কী হবে? এখন শেষ মুহূর্তে যোগ-বিয়োগ কি আদৌ সম্ভব? এ ব্যাপারে খোলসা করতে পারে একমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়। বিতর্ক তৈরি হলে ফের তাঁকে মাঠে নামতে হবে।