দুই নারীকে উদ্ধারে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট!

0
4

সাগরে সাঁতার কাটার সময় বিপদে পড়েছিলেন দুই নারী। সেই দৃশ্য দেখে তাদের সাহায্য করতে কোনও কিছু না ভেবে সাগরে ঝাঁপ দিলেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো। অভূতপূর্ব ও অসাধারণ মানবিকতাসম্পন্ন এই ঘটনার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপর থেকেই নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন পর্তুগালের প্রেসিডেন্ট।

খবরে প্রকাশ, পর্তুগালের জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলগার্ভ সৈকতে ছোট নৌকায় করে সাগরে ভেসে বেড়ানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন দুই নারী। সেইসময় ওই সমুদ্রসৈকতে ছিলেন প্রেসিডেন্ট মার্সেলো রেবোলো। দুই নারীকে বিপদে পড়তে দেখে কোনওরকম প্রোটোকলের তোয়াক্কা না করে প্রেসিডেন্ট নিজেই তাদের উদ্ধারে সাগরে ঝাঁপ দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট মার্সেলো যখন সাঁতরে ওই দুই নারীকে বাঁচাতে এগিয়ে যাচ্ছেন ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন অন্য এক ব্যক্তি। এরপর কিছুক্ষণের মধ্যেই জেট স্কি নিয়ে পৌঁছে যান আরেকজন। সেই ব্যক্তিই ছোট নৌকাটিকে তীরে ঠেলে এগিয়ে দেন। পরে এ সম্পর্কে প্রেসিডেন্ট জানান, সাগরে তীব্র স্রোত থাকায় ওই দুই নারী ছিটকে পড়ে যান। ওইসময় স্রোতের তীব্রতার কারণে তারা সাঁতারও কাটতে পারছিলেন না। তাই তাঁদের বাঁচানোর চেষ্টাতেই সাগরে ঝাঁপ দিয়েছিলেন।