চিকিৎসায় সাড়া দিচ্ছেন ভাইরাসে আক্রান্ত কিংবদন্তি শিল্পী এস পি বালাসুব্রহ্মণম। আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল তিনি। হাসপাতাল সূত্রে খবর, এখনও ভেন্টিলেশনে আছেন। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। শ্বাসকষ্টজনিত সমস্যা অনেকটাই কমেছে। চিনতে পারছেন চিকিৎসকদের।
গত ৫ অগাস্ট এস পি বালাসুব্রহ্মণম নিজের টুইটার হ্যান্ডেলে জানিয়েছিলেন, ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। প্রথমে হোম আইসোলেশনে থাকলেও পরে হাসপাতালে ভর্তি করা হয়। গত সপ্তাহে অবস্থার অবনতি হয় তাঁর। বর্ষীয়ান এই গায়ককে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। সম্প্রতি তাঁর ছেলে এস পি বি চরণ জানিয়েছেন, অনেকটাই সুস্থ আছেন তিনি। আগের থেকে কমেছে শ্বাসকষ্টের সমস্যাও।






























































































































