রাজ্যের নার্সিং কলেজগুলিতে ২,৬৬৭টি আসন বাড়ানো হলো৷ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নার্সের অভাব মেটাতে নতুন নিয়োগের পাশাপাশি নার্স তৈরি করাও জরুরি। সে কারনেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে জিএনএম, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিং আসন রয়েছে। রাজ্যের বিভিন্ন নার্সিং কলেজে বর্তমানে সাড়ে চার হাজার জিএনএম আসন ছিল। এবার তা বেড়ে হল ৫,৫৭৭টি। একইভাবে বেসিক বিএসসি নার্সিং আসন ১,৬৭৫ থেকে বেড়ে হল ২,৭৬০টি। পোস্ট বেসিক আসন বাড়ল ৫৫৫ থেকে বেড়ে হল ৯৫৫। এমএসসি নার্সিং-এর আসন ছিল ২৮০টি, বেড়ে হল ৩৮৫।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        





























































































































