রক্তদান শিবির ঘিরে সকালেই উত্তপ্ত হাওড়ার বেলিলিয়াস রোড

0
2

হাওড়ার বেলিলিয়াস রোডে উত্তেজনা। রক্তদান শিবিরকে ঘিরে সকালেই ধুন্ধুমার ১৭ নম্বর ওয়ার্ডে। তৃণমূল কর্মীর ওপর বন্দুকবাজদের হামলা। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা শচীন জয়সওয়ালের ওপরে হামলা করেছে তৃণমূলের অন্য গোষ্ঠী।

রবিবার বেলিলিয়াস রোডের ১৭ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন এলাকায় তৃণমূল নেতা বিপি সিং। সূত্রের খবর, শিবির চলাকালীন কোনও একটি বিষয় নিয়ে শুরু হয়ে যায় পারস্পরিক দ্বন্দ্ব। গুলি চালানোর চেষ্টা করা হয় বলেও অভিযাগ করেছে এক পক্ষ। যদিও ওই বন্দুকবাজকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, শচীন জয়সওয়াল এবং বিপি সিং তৃণমূলের কর্মী। কোনও ব্যক্তিগত ঝামেলার কারনেই এই সংঘর্ষ। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।