করোনা আক্রান্ত হয়েছেন রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি। প্রধান বিচারপতি কোভিড পজিটিভ হওয়ায় কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে অন্যান্য বিচারক ও আইনজীবী মিলিয়ে হাইকোর্টের শতাধিক কর্মীকে। প্রধান বিচারপতির সংক্রমণের খবর টুইট করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, তাঁর স্বাস্থ্যের ব্যাপারে আমি উদ্বিগ্ন। আশা করি প্রধান বিচারপতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
এর আগে রাজস্থান হাইকোর্টের ৫ কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে প্রধান বিচারপতির অফিসের কর্মীও ছিলেন। তারপরেই বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তির নমুনা পরীক্ষা করা হয়। তাতে রিপোর্ট পজিটিভ আসে। শনিবার হাইকোর্টে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন মহান্তি। সেখানে বহু বিচারক, কর্মী ও ১০০ জনের বেশি আইনজীবী ছিলেন। এই অনুষ্ঠানের পরেই ৫৯ বছরের বিচারপতির করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে রাজস্থান হাইকোর্টে। অনেকের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাঁরা শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রত্যেকের করোনা টেস্ট হবে। রবিবার রাজ্য সরকারের তরফে একটি দলকে হাইকোর্টে পাঠানো হচ্ছে। তাঁরাই প্রত্যেকের নমুনা সংগ্রহ করবেন। আপাতত সংশ্লিষ্ট সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।






























































































































