ধোনির অবসর নিয়ে কী বললেন ক্রিকেট বোর্ডের সভাপতি?

0
2

বোর্ড সভাপতি এবং ধোনিকে আন্তর্জাতিক আঙিনায় তুলে আনেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ধোনির অবসরে সৌরভ তাঁকে দিলেন বিরাট সার্টিফিকেট। বললেন, একটা যুগের সমাপ্তি ঘটলো। শুধু দেশ কেনো বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল জ‍্যোতিষ্ক ধোনি। ওর অধিনায়কত্বের ধরন একবারে অন‍্য পর্যায়ের। সেই মাপে পৌঁছতে পারা কঠিন, বিশেষ করে সীমিত ওভারে তো বটেই। ওর ব‍্যাটিংয়ের ধরন ক্রিকেট জীবনের প্রথম পর্যায়ে এক অন‍্য মাপের ছিলো, যাকে বলে ওয়ার্ল্ড ক্লাস। আবার উইকেট কিপার হিসেবে নিজেকে এক অন‍্য পর্যায়ে নিয়ে গিয়েছে ।কোনও অনুশোচনা ছাড়াই খেলা ছাড়লো। অসাধারণ একটা কেরিয়ার। আমি ওকে ভবিষ্যতের জন‍্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি।