এবার করোনা আক্রান্ত সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

0
2

রাজ্যজুড়ে করোনার দাপাদাপি অব্যাহত। এবার মারণ ভাইরাসে কবলে পড়লেন উত্তর ২৪ পরগণার কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়। করোনা উপসর্গ নিয়ে ইতিমধ্যেই কলকাতার একটি বেসরকারি হসপাতালে চিকিৎসাধীন এই বর্ষীয়ান বাম নেতা। এদিন বিধায়ক নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছেন।

আজ, শনিবার ফেসবুক পোস্টে মানস মুখোপাধ্যায় লিখেছেন, ”গত রবিবার থেকে আমার জ্বর আসে। টানা কয়েকদিন চলার পর চিকিৎসকের পরামর্শে সোয়াব টেস্ট করার দিন রাতেই খবর আসে আমি করোনা পজিটিভ। গতকালই হাসপাতালে ভর্তি হয়েছি। সকলে ভালো থাকবেন ”
হাসপাতাল সূত্রে খবর, ভালো আছেন মানসবাবু। তবে সামান্য শ্বাসকষ্ট রয়েছে তাঁর।

উল্লেখ্য, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের একাধিক বাম নেতা। ডাক্তার ফুয়াদ হালিম, মহম্মদ সেলিম, অশোক ভট্টাচার্য, অনাদি সাহুও। তাঁরা সকলেই সুস্থ আছেন। তবে, দুৰ্ভাগ্যক্রমে আক্রান্ত হওয়া বাম নেতাদের মধ্যে রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শ্যামল চক্রবর্তী প্রয়াণ ঘটেছে।