কার্ডের উপর লেখা ‘গেট আউট ভাইরাস’। কোনওটায় আবার লেখা ‘শাট আউট ভাইরাস’। এই কার্ড গলায় ঝুলিয়ে ঘুরছেন অনেকেই। কিন্তু কেন এই কার্ড গলায়? কী বা তার কার্যকারিতা? ভাইরাস তাড়াতেই এই কার্ড পরছেন বলে জানিয়েছেন অনেকে। আদৌ এই কাজের কোনও যুক্তি নেই বলেই মত চিকিৎসক মহলের। চূড়ান্ত অবৈজ্ঞানিক বলেও মনে করছেন চিকিৎসকরা।
কোথায় পাওয়া যাচ্ছে এই কার্ড? এতদিন পর্যন্ত মেড ইন জাপান কার্ড বাজারে পাওয়া যাচ্ছিল। এখন দেশের বাজারেই মিলছে এই ধরনের কার্ড। এমনকী কিছু ওষুধের দোকানেও পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। দোকানদাররা জানাচ্ছেন, এই কার্ডের কার্যকারিতা সম্পর্কে জানা নেই তাঁদের। তবে চাহিদা আছে কার্ডের। তাই তাঁরা বিক্রি করছেন। একজনকে দেখে আরও অনেকে কার্ড কিনছেন বলে জানিয়েছেন তাঁরা।
কী দিয়ে তৈরি এই কার্ড? দু ধরনের কার্ড আছে বলে জানাচ্ছেন এক বিক্রেতা। এক ধরণের কার্ডে ক্লোরিন ডাই অক্সাইড রয়েছে। আরেকটি কার্ড থেকে আবার কর্পূরের গন্ধ। এক মাস পর্যন্ত গন্ধ ছড়াতে পারে এমন কার্ডের দাম ১০০-১৫০ টাকা। দু’মাস পর্যন্ত চলতে পারে এমন কার্ডের দাম ২০০-২৫০ টাকা।
































































































































