বাংলায় স্বাধীনতা দিবস অনুষ্ঠানে রেড রোডে দেখা যাবে কোভিড যোদ্ধাদের। ২৫জন করোনা যোদ্ধাকে দেখা যাবে ১৫ অগাস্টের কুচকাওয়াজে। মহামারীর বিরুদ্ধে লড়াকুদের সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মহামারী নিয়ে থাকছে ট্যাবলো। স্বাধীনতা দিবসে অতিমারীর যোদ্ধাদের কুর্নিস জানাবে সরকার। আর সঙ্গে শোনা যাবে মুখ্যমন্ত্রীর লেখা গান ‘করোনা চলে যাবে একদিন।’ গান গাইবেন রূপঙ্কর বাগচি, মনোময় ভট্টাচার্য, দেবজ্যোতি মিশ্র, লোপামুদ্রা মিত্র, ইন্দ্রনীল সেন প্রমুখ।