সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মেরামত করতে উদ্যোগী হলো পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে কূটনৈতিক চাপ রয়েছে পাকিস্তান-সৌদি আরবের মধ্যে। তাই সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান।
কাশ্মীর ইস্যুতে সৌদির নিষ্ক্রিয়তার প্রশ্ন তোলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এমনকী সৌদি আরবের ইসলামিক কনফারন্সের বিরোধিতা করেন তিনি। এতেই বাড়ে তিক্ততা। বিভিন্ন সময়ে পাকিস্তানের পাশে থেকেছে সৌদি। ২০১৮ সালে পাকিস্তানকে ঋণ হিসেবে ৩ বিলিয়ন ডলার এবং তেল সরবরাহের জন্য ৩.২ বিলিয়ন দেয় সৌদি।
ভারতের বিরুদ্ধে এক জোট হতে সৌদিকে পাশে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সৌদি আরব নেতৃত্বাধীন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি পাকিস্তানের আবেদনে সাড়া দেয়নি। এ ঘটনায় পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, সৌদি রাজি না হলেও বন্ধু রাষ্ট্রগুলি নিয়ে ওআইসির আলাদা বৈঠক ডাকবে পাকিস্তান। এতে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানকে কুয়ালালামপুর সামিট থেকে বাদ দেয় সৌদি আরব।
আরও পড়ুন : ইজরায়েল-ইউএই-র মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি: টুইটে জানালেন ট্রাম্প




























































































































