৭ সেপ্টেম্বর সারাদিন ট্যাক্সি-ক্যাব শূন্য থাকবে কলকাতা

0
2

আগামী ৭ সেপ্টেম্বর রাজ্যে ২৪ ঘন্টার ট্যাক্সি ধর্মঘট। ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবিতে সেদিন ট্যাক্সি ও ক্যাব শূন্য হবে কলকাতার রাস্তা। শহরের সব ক’টি ট্যাক্সি ইউনিয়ানই এই ধর্মঘটে সামিল হচ্ছে। জুলাইয়ে একটি ট্যাক্সি সংগঠন হলুদ ট্যাক্সির ভাড়া হঠাৎই বাড়িয়ে দেয়। ট্যাক্সিতে উঠলেই ৫০ টাকা। এরপর প্রতি কিলোমিটারে ২৫ টাকা। এই সময় বাকি ট্যাক্সি ভাড়া ছিল অপরিবর্তিত। এবার তেলের দাম বৃদ্ধিকে হাতিয়ার করে পথে নামল সকলে। উল্লেখযোগ্য বিষয় হলো, এবার হলুদ ট্যাক্সির সঙ্গে অ্যাপ ক্যাবও যোগ দিচ্ছে।