স্বদেশি পণ্যে জোর দেওয়া মানেই সমস্ত ধরনের বিদেশি পণ্য বয়কট নয়। যে যে পণ্য ভারতে তৈরি হয় না বা পাওয়া যায় না তা বিদেশ থেকেই আনতে হবে। স্বদেশি পণ্য নিয়ে আরএসএস-এর অবস্থান স্পষ্ট করতে গিয়ে একথা বলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত।
প্রসঙ্গত, আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন, তার মূল কথাই দেশিয় পণ্যের উপর জোর। মোদির ভাষায়, ‘ভোকাল ফর লোকাল’। অনেকে বলেন, আরএসএস-এর স্বদেশি লাইনে হেঁটেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই বিষয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান ভাগবত স্পষ্ট করে জানিয়ে দিলেন, স্বদেশি মানেই সব বিদেশি পণ্য বয়কট নয়। তাঁর কথায়, যে প্রযুক্তি বা পণ্য বা যন্ত্রপাতি ভারতে পাওয়া যায় সেক্ষেত্রে দেশিয় উৎপাদনে জোর দেওয়া উচিত। এক্ষেত্রে বিদেশি জিনিস ব্যবহারের প্রবণতা কমানো প্রয়োজন। কিন্তু ভারতে যা পাওয়া যায় না সেই ধরনের পণ্য তো বিদেশ থেকে আনতেই হবে। স্বদেশি মানে এই নয় যে বিদেশি সমস্ত পণ্য বয়কট করতে হবে।
একটি বইপ্রকাশ অনুষ্ঠানে ভাগবত বলেন, আত্মনির্ভরতার যে আহ্বান প্রধানমন্ত্রী জানিয়েছেন তা একদম সঠিক। ভারতে যা পাওয়া যায় সেই ধরনের পণ্য যদি বিদেশ থেকে আনা হয় তাহলে দেশিয় পণ্য মার খাবে। সার্বিকভাবে দীর্ঘমেয়াদী অর্থনীতির প্রশ্নেও দেশিয় পণ্যের ব্যবহারে গুরুত্ব দেওয়া উচিত। ওয়েবিনারে কথা ওঠে চিন-সহ বিদেশি পণ্যের বয়কট নিয়ে। সেই সময়েই সঙ্ঘের অবস্থান স্পষ্ট করেন ভাগবত। একইসঙ্গে, বলেন, লাদাখে সীমান্ত সংঘাতের পর চিনা পণ্য বয়কটের আওয়াজ যেভাবে গোটা দেশে জোরালো হয়েছে, তা স্বতঃস্ফূর্ত। এতে অন্যায়ের কিছু নেই।





























































































































