বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি। শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্র ৪১৭.৭৫ কোটি টাকা মঞ্জুর করলো রাজ্যের মহামারি মোকাবিলায়।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, রাজ্যের বকেয়া পাওয়া যাচ্ছে না। অর্থ না পেলে লড়াই করবে কী করে! রাজ্যের বকেয়া রয়েছে ৫৩ হাজার কোটি টাকা। অথচ রাজ্যের হাতে এসেছে মাত্র ১২৫ কোটি টাকা। এছাড়া জিএসটি ক্ষতিপূরণ বাবদ পাওনা আরও ৪,১৫৩ কোটি টাকা। ইতিমধ্যে রাজ্যের করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। প্রধানমন্ত্রীর বৈঠকের কয়েক ঘন্টা পরেই অর্থমন্ত্রক জানায়, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনে দেশের ১৩ রাজ্যের রাজস্ব ঘাটতি পূরণের অনুদান বাবদ ৬,১৫৭.৭৪ কোটি টাকা দেওয়া হল। যার মধ্যে পশ্চিমবঙ্গের ঘরে আসবে ৪১৭.৭৫ কোটি টাকা। পশ্চিমবঙ্গ ছাড়াও যে রাজ্যগুলি অনুদান পেল সেগুলি হলো… অসম, অন্ধ্র, হিমাচল, কেরল, মেঘালয়, মণিপুর, মিজোরাম,নাগাল্যান্ড, পাঞ্জাব, তামিলনাড়, উত্তরাখন্ড, ত্রিপুরা।






























































































































