মহামারির আবহে অনলাইন ক্লাস করতে অপারগ ত্রিপুরার ২৯% পড়ুয়া, ১৮ অগস্ট থেকে ক্লাস শুরুর চেষ্টা

0
2

মহামারির জেরে পঠনপাঠন চালিয়ে যেতে অনলাইন ক্লাস শুরু করেছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি। কিন্তু সমীক্ষায় দেখা গিয়েছে, ত্রিপুরার ২৯% স্কুল পড়ুয়া কোভিড -১৯ এর মধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মোবাইল ফোন এবং কেবল সংযোগকারী টেলিভিশন ব্যবহার করতে পারেনি।
সমীক্ষায় বলা হয়েছে , ত্রিপুরার বিভিন্ন সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩৩,২২,২৯৭ জন। এর মধ্যে মোট, ১১,১১,৬১৮ জন শিক্ষার্থীর স্মার্টফোন রয়েছে, ১,১৬,৬৬৬ জনের সাধারণ মোবাইল ফোন এবং ১,৮০,০৫৯ জনের বাড়িতে কেবল টিভির সংযোগ রয়েছে।
মোট ১,৯৬,৩৮৯ জন শিক্ষার্থী তাদের স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারে
অন্য দিকে, ৯৪,০১৩ জন শিক্ষার্থীদের কোনও ফোনই নেই এবং মোট ১,৪২,২৩৮ জন শিক্ষার্থীর কেবল টিভি নেটওয়ার্ক নেই।
তাই রাজ্য শিক্ষা বিভাগ আগামী ১৮ অগস্ট থেকে পাঁচ শিক্ষার্থী প্রতি একজন শিক্ষক এই অনুপাতে শিক্ষার্থীদের বাড়ির আশেপাশের ক্লাস শুরু করার বিষয়ে চিন্তাভাবনা করছে। এর ফলে এই ২৯% শিক্ষার্থী তাদের ক্লাস চালিয়ে যেতে পারবে।
শিক্ষা বিভাগের এক আধিকারিক বলেছেন, ‘স্কুলগুলিতে ক্লাস পুনরায় চালু হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস পরিচালনা করা হবে। আমরা ১৮ ই অগস্ট থেকে পড়ার ক্লাস শুরু করার পরিকল্পনা করছি।’