নির্দয় স্বজন: বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ দাদার বিরুদ্ধে

0
3

ফের নির্দয় স্বজন। হুগলির কোন্নগরের নবগ্রাম বিধানপল্লি এলাকায় বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। এলাকার বাসিন্দা বৃদ্ধা কাজল রায় তাঁর দাদা ঊষা চন্দের বাড়িতে থাকতেন। বৃদ্ধার দাদা প্রাক্তন সেনাকর্মী ও পরে ব্যাঙ্ককর্মী হিসেবে অবসর নেন। রবিবার বিকালে বৃদ্ধা কাজল রায়কে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে দাদা ও বৌদির বিরুদ্ধে। বৃদ্ধাকে অসহায় ভাবে রাস্তায় ঘুরতে দেখে স্থানীয় ছাত্রীরা। তারা খবর দেয় কানাইপুর ফাড়ির পুলিশকে।এরপর পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে তার দাদার বাড়িতে পৌঁছে দেন। কিন্তু অভিযোগ, এরপরও ওই বৃদ্ধাকে বাড়িতে রাখতে অস্বীকার করেন তাঁর দাদা ও বৌদি। স্থানীয় বৃদ্ধাশ্রমে ছেড়ে আসার পরিকল্পনা করা হয়। কিন্তু ভাইরাস আবহে বৃদ্ধাশ্রমে দেওয়া সম্ভব হয়নি। এরপর সোমবার সকালে এই খবর পেয়ে বৃদ্ধার বাড়িতে পৌঁছায় নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার ও কানাইপুর ফাড়ির পুলিশ। তাঁদের হস্তক্ষেপে অসহায় বৃদ্ধাকে রাখতে রাজি হন অভিযুক্ত দম্পতি।

স্থানীয় সূত্রে খবর, বাড়িটি বৃদ্ধার ভাইপোর নামে। ভাইপো তার পিসিকে রাখতে রাজি। কিন্তু বাবা মায়ের চাপে কিছু করতে পারেননি। কিন্তু কেন নিজের বোনকে বৃদ্ধ বয়সে এভাবে হেনস্থা করছেন দাদা? এ বিষয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া দেননি ঊষা চন্দ।