রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত

0
5

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়েছে৷ মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে দেওঘরের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সৌরদীপ দাস। দ্বিতীয় স্থান দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র শুভম ঘোষের। তৃতীয় স্থানে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী সীমান্তি দে৷ সাউথ পয়েন্ট হাই স্কুলের উৎসব বসু চতুর্থ৷