তৃণমূল শিবিরে জল্পনা, আজ রাজ্যের এক পরিচিত সমাজকর্মী দলে যোগ দিচ্ছেন

0
2

তৃণমূল শিবিরে জোর জল্পনা, আজ শুক্রবার রাজ্যের এক পরিচিত সমাজকর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। কে তিনি তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এদিন সকালে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ পরিচিত একজন সমাজকর্মী যোগ দেবেন দলে। তাঁকে দলে স্বাগত জানাবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

দিনকয়েক আগে বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিলেন দক্ষিণ দিনাজপুরের নেতা বিপ্লব মিত্র। এরপর মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়ক হুমায়ন কবীর তৃণমূলে যোগ দিয়েছেন৷ আজ যোগ দেওয়ার কথা এক সমাজকর্মীর৷