অভিযোগ নিয়ে লালবাজারে কুণাল, জেনে নিন কেন। সকাল থেকে কী নিয়ে তৎপর তিনি।
শুক্রবার সকালে প্রাক্তন সাংসদ খবর পান তাঁর ফেস বুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
এরপর প্রাথমিকভাবে জানা যায় তাঁর ফেস বুকের ছবি ব্যবহার করে কেউ বা কারা তাঁর নামেই একটি ভুয়ো প্রোফাইল তৈরি করেছে।
তারপর সেখান থেকে তাঁর ফ্রেন্ড লিস্টে থাকা ব্যক্তিরাসহ অনেককে যোগাযোগ করা হচ্ছে। এবং টাকা চাওয়া হচ্ছে। একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও দেওয়া হচ্ছে। মূলত হিন্দি ভাষায় লেখা হচ্ছে।
আইনজীবী অয়ন চক্রবর্তীর সঙ্গে পরামর্শ করে কুণাল সঙ্গে সঙ্গে নিজে ফেস বুকে পোস্ট করে বিষয়টি জনসমক্ষে এনে সতর্ক করেন।
এরপর জানান পুলিশ প্রশাসনকে।
পুলিশ সঙ্গে সঙ্গে প্রাথমিক ব্যবস্থা নেয়।
এরপর বিস্তারিত তথ্যসহ কুণাল দুপুর একটায় লালবাজার যাচ্ছেন।






























































































































