শিক্ষানীতি নিয়ে বিতর্ক স্বাগত, ভাষণে মন্তব্য প্রধানমন্ত্রীর

0
3
  • দেশজুড়ে নতুন শিক্ষানীতি নিয়ে আলোচনা বিতর্ক চলছে
  • এই ধরনের বিতর্ককে স্বাগত জানাই
  • এমন বিতর্ক যত হবে ততই শিক্ষা লাভবান হবে
  • শিক্ষানীতিতে বদলানো আবশ্যক ছিল
  • বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জন্য তৈরি করাই এই শিক্ষা নীতির উদ্দেশ্য
  • বানানোর প্রক্রিয়া থেকে ছাত্র-ছাত্রীদের বের করে আনতে হবে
  • শিক্ষানীতিতে বদলানো প্রয়োজন হয়ে উঠেছিল
  • নতুন শিক্ষানীতি সমগ্র সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে
  • শিক্ষক এবং শিক্ষাবিদদের পাশে আছি
  • উচ্চশিক্ষা আমাদের শুধু জ্ঞান প্রদান করে না
  • প্রতিভা এবং প্রযুক্তির মেলবন্ধন অত্যন্ত জরুরি
  • প্রয়োজন অনুসারে নতুন শিক্ষানীতিতে মাঝপথে কোর্স বদলানোর সুযোগ থাকছে
  • নতুন শিক্ষানীতি যত এগোবে, শিক্ষাকেন্দ্রগুলো স্বায়ত্বশাসনের দিকে এগিয়ে যাবে
  • নতুন শিক্ষানীতিতে শিক্ষকদের মর্যাদার বিষয় নজর রাখা হয়েছে
  • শিক্ষকরাই ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন
  • এই কারণেই নতুন শিক্ষানীতিতে টিচার্স ট্রেনিং’এর ওপর জোর দেওয়া হয়েছে
  • শিক্ষানীতি কোন বিজ্ঞপ্তি দিয়ে তৈরি নীতি নয়
  • এজন্য সবাইকে মনোভাব পরিবর্তন করতে হবে
  • এই শিক্ষা নীতি অনুসারে নিজেদের পছন্দমতো চাকরি গ্রহণ করতে পারবে যুবসমাজ
  • ডক্টর কস্তুরীনন্দন ও তাঁর পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি