আগুন নেভাতে রোবট আনার কথা গত বছরের শুরুতেই জানিয়েছিল রাজ্যের দমকল বিভাগ । সেই কথা মত আগুন নেভাতে কলকাতার দমকল বিভাগে যোগ দিল চারটি রোবট। বৃহস্পতিবার কলকাতায় চারটি রোবটের উদ্বোধন করেন দমকলমন্ত্রী সুজিত বসু। ছিলেন দমকলের অন্য কর্তারাও। ময়দানে এদিন আগুন নেভানোর মহড়া দেয় রোবটগুলি।
দমকলের তরফে জানানো হয়েছে, বহু অগ্নিকাণ্ডে দেখা গিয়েছে যে, তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার কারণে কাছাকাছি যেতে পারেন না দমকলকর্মীরা। অনেকটা দূর থেকে জল দিতে হয়। আবার কোনও বহুতলে আগুন লাগলে সামনে জায়গা কম থাকার কারণে হাইড্রোলিক সিঁড়ি ব্যবহার করার সমস্যা হয়। এই সমস্যাগুলি দূর করতেই রোবট আনা হয়েছে । এই প্রসঙ্গে ডিজি (দমকল) জগমোহন জানান, ১০০ ফুট দূর থেকেও এই রোবট জল ছুড়ে আগুন নেভাতে পারবে। ফোম ও জল দুই-ই ব্যবহার করা যাবে রোবটের মাধ্যমে। তার ফলে রাসায়নিক বস্তু থেকে অগ্নিকাণ্ড হলেও রোবট সহজে তার মোকাবিলা করতে পারবে। প্রত্যেকটি রোবটে তাপমাত্রার সেন্সর রয়েছে। তার ফলে তাপমাত্রা নির্ধারণ করেও রোবট দমকল আধিকারিকদের তা জানাতে পারবে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে আধিকারিকরা নিয়ন্ত্রণ করতে পারবেন এই রোবট।






























































































































