চলে গেলেন বর্ষীয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক শোকবার্তায় তিনি জানান, “রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী সিপিআই (এম) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। শ্যামলবাবু সিটু-র রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন। এছাড়া তিনি দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল।আমি শ্যামল চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
প্রসঙ্গত, শ্যামল চক্রবর্তী হাসপাতালে থাকাকালীনও তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে কলকাতার পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় প্রবাদপ্রতীম শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তীর।






























































































































