লাদাখে সংঘাতের পারদ উর্ধ্বমুখী, চিনের প্রস্তাব নাকচ করল ভারত

0
4
প্রতীকী ছবি

পূর্ব লাদাখে সংঘাতের আবহ কার্যত বজায় রাখলো চিনের কূটনীতি। পঞ্চম কমান্ডার পর্যায়ের বৈঠকও কার্যত নিষ্ফলা। এখনও লাদাখের বহু জায়গাতে চিন প্রায় ৩৭ হাজার সেনা রেখে দিয়েছে, সেখানে ফের একবার ডিসএনগেজমেন্টের প্রস্তাব ব্যর্থ হল ।
চিন এর আগে জানিয়েছিল, ১৪ সপ্তাহের সীমান্ত সংঘাত শেষ করতে হলে, সেনা সরাতে হবে পূর্ব লাদাখের আরও কিছু এলাকা থেকে। ফলে ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া আরও বাড়াতে হবে। যা মেনে নেয়নি ভারত। ভারত সাফ জানিয়ে দিয়েছে, লাদাখের বুক থেকে আর সেনা সরাতে পারবে না দিল্লি।আসলে ভারত চাইছে সরকারি তরফে সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে। দিল্লি থেকে ছাড়পত্র এলে তবেই চিনের প্রস্তাব নিয়ে ভারত সরাসরি কিছু পদক্ষেপ নিতে পারবে।
চিন দাবি করেছিল যে , আগে ভারত সেনা সরাবে পূর্ব লাদাখ থেকে , তারপর চিন সেনা সরাবে। আর বেজিং এর এই কূটনৈতিক চালে আস্থা রাখতে পারেনি দিল্লি। সরাসরি ভারত জানিয়ে দিয়েছে যে , ভারত কিছুতেই আগে লাদাখ থেকে সেনা সরাবে না।
রবিবার হাইভোল্টেজ বৈঠক ছিল মলডোতে। সেখানে প্রায় ১০ ঘণ্টা ধরে চলে পঞ্চম দফার সেনা স্তরের বৈঠক। কিন্তু শেষ রক্ষা হয়নি।