ভয়াবহ বিস্ফোরণের ফলে ভূমধ্যসাগরের তীরে লেবাননের রাজধানী শহর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শতাধিক মানুষের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে। চিকিৎসাধীন বহু মানুষ । এই বিপর্যয়ের ধাক্কা এসে লেগেছে বঙ্গোপসাগর তীরে বাংলাদেশে।
মঙ্গলবার বেইরুট বন্দর বিস্ফোরণে এখনও পর্যন্ত নিহতের তালিকায় ৪ জন বাংলাদেশি নাগরিক। এরা সবাই বিভিন্ন সংস্থায় কাজ করতেন। এই চারজন ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর এবং কুমিল্লার বাসিন্দা। মোট ৭৮ জন প্রবাসী বাংলাদেশি জখম হয়েছেন।
বেইরুটের বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ নৌ বাহিনি জানিয়েছে, মঙ্গলবার বিস্ফোরণের সময় বন্দরে নোঙর করা ছিল বিএনএস বিজয় জাহাজ। নৌ সেনাদের ২১ জন জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশি নৌ সেনারা রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনির অধীনে লেবাননের উপকূলে কাজ করছিলেন।





























































































































