টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়লেন বাবর আজম

0
2

ওল্ড ট্র্যাফোর্ডে টেস্টের প্রথম দিনের খেলা মাঝপথেই বন্ধ হয়ে যায় বৃষ্টির জন্য। যতটুকু খেলা হয়েছে, তাতে ইংল্যান্ড-পাকিস্তান দু’দলই নিজেদের ছাপ রাখতে সক্ষম হয়েছে। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। মাত্র ৪৩ রানের মধ্যে তারা দু’টি উইকেট হারিয়ে বসে। তবে শান মাসুদকে সঙ্গে নিয়ে বিপর্যয় রোধ করেন বাবর আজম।


আবিদ আলি ১৬ রান করে জোফ্রা আর্চারের বলে বোল্ড হন। ক্যাপ্টেন আজহার আলিকে খাতা খোলার আগেই এলবিডব্লিউয়ের ফাঁদে জড়ান ক্রিস ওকস। বাবর অপরাজিত রয়েছেন ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করে। তিনি ৬৯ রানে ব্যাট করছেন। শান মাসুদ নট-আউট রয়েছেন ৪৬ রান করে। আপাতত পাকিস্তান প্রথম দিনে ৪৯ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলেছে।
সংক্ষিপ্ত স্কোর:- পাকিস্তান: ১৩৯/২ (প্রথম দিনের শেষে)।