রাম মন্দিরের ভূমিপুজোর দিন সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত

0
2

বহু বিতর্ক বহু প্রতীক্ষা আইনি লড়াইয়ের পর অবশেষে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হয়েছে। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই দিনেই সম্প্রীতির বার্তা দিলেন টলিউডের শীর্ষ অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান।

এক টুইট বার্তায় বসিরহাটের সাংসদ নুসরাত দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে লেখেন, ”আমি মন্দির-মসজিদ দুটোকেই বেছে নিলাম।”

ফারহা খানের একটি টুইটও শেয়ার করেছেন নুসরাত। যেখানে ফারহা লিখেছেন, ”কেন মন্দির-মসজিদ যেকোনও একটাকে বেছে নিতে হবে? আমি উভয় ধর্মকেই সুন্দর ধর্মীয় স্মৃতিস্তম্ভ হিসাবে দেখছি। আজকাল সবকিছুতেই কেন রাজনীতি? আমরা কী দুই ধর্মকেই ভালোবাসতে, শ্রদ্ধা করতে পারি না? আমি তো করি।”

শুধু ফারহা খান নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি সূচক টুইটও শেয়ার করেন নুসরাত। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, ”হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব।”