বুধবার উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যোগগুরু রামদেব । তবে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাঁর মুখে মাস্ক না থাকায় তাঁকে নিয়ে গুঞ্জন ছড়ায়।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কথা মাথায় রেখে এ দিনের অনুষ্ঠানটিতে বিশেষ ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। আমন্ত্রিত প্রায় ১৭৫ জন বাদে কাউকেই ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা এবং স্যানিটাইজেশনের বিষয়গুলিতে কড়া নজরদারি ছিল।
এ দিন রামদেব বলেন, রামমন্দির নির্মাণকাজ সম্পূর্ণ হয়ে গেলে অযোধ্যা ধর্মীয় এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া পুরোহিত এবং আধ্যাত্মিক গুরুদের একাংশের মুখে মাস্ক দেখা যায়। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একটি বারের জন্য নিজের মাস্কটির স্থান পরিবর্তন করেননি।কিন্তু একাংশের মুখে মাস্ক না থাকায় বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে।দেশে করোনা সংক্রমণ যখন বেড়ে চলেছে , তখন স্বাস্থ্যবিধি কি এই বিশেষ অনুষ্ঠানের ক্ষেত্রে বদলে গেল? যে ব্যতিক্রম দেখা গিয়েছে রামদেবের ক্ষেত্রেও।
এরই মধ্যে রামদেবের মুখে মাস্ক না থাকায় ব্যঙ্গ-বিদ্রুপও শুরু হয়। কারও বক্তব্য , “তা হলে কি মাস্ক ছাড়াই করোনা আটকানোর নতুন কোনও পদ্ধতি আবিষ্কার করে ফেললেন যোগগুরু”?
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.