রাজভবনে সন্ধেয় প্রদীপ জ্বালাবেন ধনকড়, ফের টুইটে খোঁচা রাজ্যকে

0
2

রাম মন্দিরের ভূমিপুজো উপলক্ষ্যে রাজভবনে প্রদীপ জ্বালাবেন রাজ্যপাল। এদিন সন্ধে সাড়ে ৬ টা নাগাদ প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করা হবে। নিজেই টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একইসঙ্গে ফের এদিন টুইটে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তিনি।

নিজের টুইটার হ্যান্ডেলে রাজ্যপাল লেখেন, “আজ সন্ধ্যা ৬:৩০ মিনিটে রাজভবনে প্রদীপ জ্বালিয়ে শ্রী শ্রী রামমন্দির ভূমি পূজার উৎসব পালন করা হবে। প্রত্যেক ভারতবাসীর কাছে এই ক্ষণ গৌরব এবং স্বাভিমানের।” টুইটারে তিনি আরও লিখেছেন, এই দিনটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। পাশাপাশি বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।