রাম মন্দিরের ভূমি পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। কোনও বিষয়ে ত্রুটি রাখতে চায় না প্রশাসন। তাই ভূমি পুজোর সময় রাম মন্দির চত্বরে যাতে বাঁদর বাহিনী ঢুকে উৎপাত করতে না পারে তার দিকেও বিশেষ নজর দেওয়া হল।
ভূমি পুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত থাকছেন আরও ২০০জন বিশিষ্ট অতিথি৷ সেখানে কোনওভাবেই বাঁদর বাহিনীর নির্বিকারে ঢুকে পড়া বরদাস্ত করা যাবে না৷ এমনকী বাঁদরের এদিক ওদিক লম্ফঝম্পে পুজোয় বাঁধা পড়তে পারে৷ সেকারণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা৷
প্রচুর সরকারি কর্মী নিয়োগ করা হয়েছে শুধুমাত্র বাঁদর হঠাতে৷ তথ্য প্রযুক্তি দফতরের ডেপুটি ডিরেক্টর মুরলি ধর সিং জানিয়েছেন, অযোধ্যা নগর নিগম এবং পশুপালন দফতরের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে৷
গুলতি ও কাঠের পোল ব্যবহার করে বাঁদর তাড়ানো হবে৷ এছাড়াও ছোলা ও ফল দেওয়া হব কিছুটা দূরে দূরে৷ মন্দিরের বাইরে ফল ও ছোলা থাকলে, সেগুলি খেতে ব্যস্ত থাকবে বাঁদররা৷ তাই পুজোর ধারে কাছে ঘেঁষবে না তারা৷
যদিও ৫০০ থেকে ১০০০জন কর্মী সবসময় তাদের চোখে চোখে রাখবে৷ এরা সব সরকারি স্বচ্ছ্ব অভিযানের কর্মী৷ এছাড়াও থাকছে হোম গার্ড, পশুপালন দফতরের কর্মীরাও৷





























































































































