অমিত শাহের পর ফের এক কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত! এবার কে জানেন?

0
2

দেশজুড়ে করোনার দৌরাত্ম্য অব্যাহত। দেশের সাধারণ মানুষ থেকে ভিভিআইপি নেতা-মন্ত্রী, কাউকেই রেয়াত করছে না মারণ ভাইরাস। সম্প্রতি, কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। এবার আক্রান্ত হলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷

জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গুরুগ্রামে মেদান্তা হাসপাতালে ভর্তি৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ওই একই হাসপাতালেই চিকিৎসাধীন৷

তাঁর আক্রান্ত হওয়ার খবর ট্যুইটারে এ দিন নিজেই করোনায় জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ সেখানে তিনি লিখেছেন, “কোভিড ১৯-এর প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে৷ চিকিৎসকদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি৷”

ধর্মেন্দ্র প্রধান অবশ্য এ সপ্তাহের শুরুতেই মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ গত ২৯ জুলাই অমিত শাহের উপস্থিতিতে যে ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেখানেও তিনি হাজির ছিলেন না৷ যদিও ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রাজনাথ সিং, নির্মলা সীতারমণ-সহ মন্ত্রিসভার শীর্ষ সদস্যরা ছিলেন৷