বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো। সেই সময় মার্কিন মুলুকে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কিছু বিলবোর্ডে রামের ছবি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ধর্মীয় ভাবাবেগে প্রভাব পড়বে বলে সরব হয় একাংশ। আর তাই ছবি প্রদর্শনের পরিকল্পনা বাতিল করা হয়েছে।
আমেরিকার কয়েকটি ধর্মীয় সংগঠন জানিয়েছে, টাইমস স্কোয়ারে Nasdaq-এর ডিজিটাল বিজ্ঞাপনের দায়িত্বে থাকা একটি সংস্থা বিলবোর্ডে রামের ছবি প্রদর্শনের পরিকল্পনা করেছিল৷ কিন্তু এই প্রদর্শনী ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে৷ এই নিয়ে পিটিশনও দাখিল করে বেশ কিছু ধর্মীয় সংগঠন। এরপরই মার্কিন মুলুকের ওই বিজ্ঞাপন সংস্থা ছবি প্রদর্শনের সিদ্ধান্ত আপাতত বাতিল করেছে।































































































































