এবার করোনায় আক্রান্ত “কৃষ্ণকলি” খ্যাত অভিনেতা নীল, তবে উপসর্গহীন

0
2

ফের টলিপাড়ায় মারণ ভাইরাসের থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় বাংলা ধারাবাহিক “কৃষ্ণকলি” খ্যাত অভিনেতা নীল ভট্টাচার্য। আজ, মঙ্গলবার নীলের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। উপসর্গ না থাকায় হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

এর আগে “কৃষ্ণকলি” ধারাবাহিকের আরও এক অভিনেতা ভিভান ঘোষ গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বিষয়টি জানতে পেরে সপ্তাহখানেক হোম কোয়ারেন্টাইনে ছিলেন নীল। পরে অবশ্য কাজে যোগ দেন।

নীল জানিয়েছেন, সম্প্রতি খাওয়ার সময় তিনি কোনও স্বাদ ও গন্ধ পাচ্ছিলেন না। সন্দেহ হওয়ায় করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। সেই রিপোর্টই পজিটিভ আসে।