আত্মহত্যা নয় খুন করা হয় সুশান্তকে, ভিডিও শেয়ার করে দাবি চিকিৎসকের

0
2

গত ১৪ জুন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্ত আত্মহত্যা করেননি বলে জোর গলায় দাবি করেছেন চিকিৎসক মীনাক্ষী মিশ্র। ওই চিকিৎসকের দাবি ১৩ জুন খুন করা হয় অভিনেতাকে। নিজের টুইটারে একটি ভিডিও শেয়ার করেন ওই চিকিৎসক। একইসঙ্গে ভার্চুয়াল ময়নাতদন্তের দাবি করেছেন তিনি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের হাসপাতালের চিকিৎসক মিনাক্ষী মিশ্র। তাঁর দাবি, যে সময় সুশান্তের মৃত্যু হয়েছিল বলে দাবি করা হচ্ছে তার অন্তত ১৫ থেকে ১৮ ঘণ্টা আগে মৃত্যু হয় অভিনেতার। মৃত্যুর আগে সুশান্তকে মারধর করা হয়েছিল। তাই সারা শরীর হলুদ বর্ণ হয়ে যায়। চিকিৎসকের বক্তব্য, কোনও ব্যক্তি আত্মহত্যা করলে তাঁর চোখ এবং জিভ বাইরে বেরিয়ে আসে। সুশান্তের ক্ষেত্রে তেমনটা হয়নি। আত্মহত্যা করলে মানুষের শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। সেই পরিবর্তন সুশান্তের শরীরে ধরা পড়েনি বলে দাবি চিকিৎসকের।