সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাইকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সুশান্তর মৃত্যু ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। এছাড়াও মুম্বই পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করেন প্রয়াত অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিং। তিনি আর্জি জানান, মুখ্যমন্ত্রী যেন এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপরই, মঙ্গলবার, সিবিআই তদন্তের সুপারিশ করেন বিহার সরকার।






























































































































