স্ট্রেট ব্যাটে খেলে ছক্কা হাঁকালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার দলের মুখ্য কার্যালয়ে বসে দিলীপ সরাসরি পদত্যাগের জল্পনা উড়িয়ে বললেন, পদত্যাগ করলে দিলীপ ঘোষ এখানে বসে থাকত না। এরপরেই চড়া সুরে আক্রমণের ভঙ্গিতে বলেছেন, আমি তো বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে তার বুকে পা দিয়ে রাজনীতি করব। তবে হ্যাঁ, বাংলার পরিবর্তন একা দিলীপ ঘোষ করতে পারবে না। কারওর যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে ঘরে বসে থাক। আমাদের সরকার হলে যেন মিষ্টি খেতে আসে!





























































































































