রাম মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন করা যাবে না রাজ্যে। কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ৫ অগাস্ট করলে রাজ্য সরকারকে ফল ভুগতে হবে। ভাইরাসের সংক্রমণ রুখতে সপ্তাহে দুদিন লকডাউন করছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৫ অগাস্ট আবারও বাংলায় সম্পূর্ণ লকডাউন। সেদিনই রাম মন্দিরের ভূমিপুজো।
বিজেপি রাজ্য সভাপতির মতে, ৫ অগাস্ট দেশের মানুষের কাছে গর্বের দিন। তাই ওইদিন লকডাউন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর কথায়, “এখনো অনেক সময় রয়েছে। ৫ অগাস্টের পরিবর্তে আগে বা পরে লকডাউন করা হোক। কারণ দেশের ঐতিহাসিক দিন। রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হবে। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। বাংলার মানুষ ইতিহাসের সাক্ষী থাকতে পারবে না এটা অত্যন্ত দুঃখের। ওইদিন লকডাউন করলে সরকারকে ফল ভুগতে হবে।”
প্রসঙ্গত, নবান্ন জানিয়েছে চলতি মাসে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ অগাস্ট সম্পূর্ণ লকডাউন হবে। ঈদ, রাখি, গণেশ চতুর্থীর মতো অনুষ্ঠানের জন্য একাধিক বার দিন বদল হয়েছে। তাহলে রাম মন্দিরের ভূমিপুজোর দিন কেন লকডাউন হবে সে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া রাজ্য সরকার দেয়নি।





























































































































