সুশান্তের মৃত্যুর ঘটনায় পরিচালক রুমি জাফরিকে জেরা বিহার পুলিশের, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

0
2

সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তী কে নিয়ে ছবি বানানোর কথা ছিল পরিচালক রুমি জাফরির। এবার বিহার পুলিশ টানা চার ঘণ্টা জেরা করল পরিচালককে । শনিবার এই জেরায় উঠে আসে নানান চাঞ্চল্যকর তথ্য। এমনটাই জানিয়েছে পুলিশ ।

এই বিষয়ে বিহার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রুমি জাফরির সঙ্গে কথা বলে, অনেক তথ্যই তাঁরা জানতে পেরেছেন। তবে এবিষয়গুলি এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয়। তার সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে।

বিহার পুলিশের তরফে আরও জানানো হয়েছে যে, অন্যান্য সন্দেহভাজনদের জেরা করার পরই এবিষয়ে কিছু বলা সম্ভব। এখনই এই তথ্য নিয়ে কিছু বলা যাচ্ছে না। প্রসঙ্গত, সুশান্ত ও রিয়াকে নিয়ে একটি ছবি বানানোর কথা ছিল রুমি জাফরির।  উল্লেখ্য, এর আগে রুমি জাফরিকে জেরা করেছিল মুম্বই পুলিশ। তিনি তখন জানিয়েছিলেন সুশান্তের সঙ্গে শেষবার ১২ জুন একটি ছবির বিষয় তাঁর কথা হয়েছিল।
১২ জুন যখন সুশান্তের সঙ্গে কথা হয়, অভিনেতা তখন বেশ উচ্ছ্বসিতই ছিলেন বলে আগে জানিয়েছিলেন রুমি জাফরি।