বেসরকারিকরণের পথে দেশের তিনটি বড় ব্যাঙ্ক। পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ-কে বেশি ছাড় দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
প্রশ্ন উঠছে, ব্যাঙ্কের বেসরকারিকরণের ফলে কী হবে গ্রাহকদের? বিশেষজ্ঞরা জানিয়েছেন, বেসরকারীকরণের ফলে কোনও প্রভাব পড়বে না গ্রাহকদের উপর। কারণ ব্যাঙ্কের পরিষেবায় কোনও পরিবর্তন হবে না।
কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য পাবলিক সেক্টর ব্যাঙ্কের সংখ্যা কমিয়ে ৫ করা। প্রথমত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কে সরকারের শেয়ার বিক্রি করে দেওয়া। এই বিষয়ে প্রধানমন্ত্রী ব্যাঙ্ক ও এনবিএফসি-র শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে৷ ব্যাঙ্কিং সেক্টরকে ফের নিজের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে ৷































































































































