মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কৃতিত্বের মুকুটে আরেক নতুন পালক। অনলাইনে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন অভিযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য পুরস্কৃত মুখ্যমন্ত্রীর দফতর। একটি স্কটিশ ফাউন্ডেশন সংস্থা পশ্চিমবঙ্গ সরকারকে দেশের মধ্যে সর্বোচ্চ ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম সম্মানে ভূষিত করেছে। দিল্লিতে সংস্থার ৬৬ তম সম্মেলনে এই ঘোষণা করা হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
এই বছর স্কটিশ প্লাটিনাম সম্মানের জন্য বিভিন্ন বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে থেকে বাংলার মুখ্যমন্ত্রীর দফতরকে সম্মানিত করা হল। গত বছর রাজ্যে এই জন অভিযোগ কেন্দ্র চালু হওয়ার পর থেকে যে আট লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছে তার ৯৫ শতাংশের মীমাংসা করা সম্ভব হয়েছে বলে নবান্নের তরফে দাবি করা হয়েছে।






























































































































