গুণ্ডাদের চালাই! রিয়ার ভিডিওতে চাঞ্চল্য, ফাইল নিল ইডি

0
2

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমশ জটিল হচ্ছে। বিহার পুলিশ মুম্বই পুলিশের অসহযোগিতার অভিযোগ জানানোর পর মামলার ফাইল চেয়ে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে সুশান্তর বান্ধবী রিয়ার একটি ভিডিও রীতিমতো ভাবাচ্ছে তদন্তকারীদের। সেই ভিডিওতে রিয়াকে বলতে শোনা গিয়েছে, কীভাবে এক বয়ফ্রেন্ডকে কব্জায় এনেছে। কিংবা ‘গুণ্ডাদের সঙ্গে আমি ঘর করি তাদের আমি চালাই।’ রিয়ার বক্তব্য, ‘আমায় ‘কোট’ কোর না। আমি কিন্তু অস্বীকার করব!’ এখন বিশ্ববাংলা সংবাদ এই ভিডিও যথাযথ কিনা তার প্রমাণ পায়নি। কিন্তু এই ভিডিও নিয়ে রিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। তদন্ত শুরু হয়েছে এই ভিডিওর।