দায়িত্ব বেড়ে উত্তরবঙ্গের অবজার্ভার সায়ন্তন

0
4

বিজেপিতে সায়ন্তন বসুর দায়িত্ব আরও বাড়ল। শুক্রবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গে দলের কনভেনার করা হয়েছে সায়ন্তনকে। কলকাতা জোনের অবজার্ভার হয়েছেন সঞ্জয় সিং। একইসঙ্গে নবদ্বীপের বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং হুগলি-হাওড়া-মেদিনীপুর জোনের জ্যোতির্ময় সিং মাহাতো। ওবিসি মোর্চার দায়িত্ব পেয়েছেন সুভাষ মণ্ডল।