‘সুশান্ত কখনোই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন না’ সাফ জানালেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি এক সর্বভারতীয় টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি একথা জানান।
অঙ্কিতা জানান, “সুশান্তকে বারবার মানসিক অবসাদগ্রস্ত বলা ভুল। এটা সত্যি হতে পারে না। কোনও ঘটনায় সুশান্তের সাময়িক মন খারাপ হতে পারে, তাকে মানসিক অবসাদ বলা যায় না। মানসিক অবসাদ শব্দটা অনেক বড় শব্দ। কোনও কারণ ছাড়াই কীভাবে কেউ কাউকে মানসিক অবসাদগ্রস্ত বলতে পারেন?”
এছাড়াও অঙ্কিতা তাঁদের একসঙ্গে থাকার কথাও জানিয়েছেন। সঙ্গে জানিয়েছেন সুশান্ত পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাইতেন। হাজার চড়াই-উৎরাইয়ের কথা জানিয়েছেন অঙ্কিতা। বলেছেন, “আমরা যখন একসঙ্গে থাকতাম, তখন আরও অনেক কঠিন পরিস্থিতি পার করেছি। সুশান্ত ডায়েরি লিখত। আমরা যখন সম্পর্কে ছিলাম, তখন ও লিখেছিল আগামী ৫ বছর পর ও নিজেকে কোথায় দেখতে চায়। আর ও সেই জায়গায় নিজেকে পৌঁছেছিল। আমি জোর গলায় বলতে পারি, ও মানসিক অবসাদগ্রস্ত ছিল না। ও খুবই আবেগপ্রবণ ছিল, অনেকটা শিশুদের মতো। ও বলত ও চাষাবাদ করবে। আর কিছুই না হলে শর্টফিল্ম করবে। ও মানসিকভাবে ভেঙে পড়ার ছেলে নয়।’





























































































































