2009। সোমেন মিত্র তৃণমূলের সাংসদ। সরকারে যাবে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী। দল আরও ছয়জন রাষ্ট্রমন্ত্রী পাচ্ছে। মমতার ইচ্ছে সোমেনবাবু মন্ত্রী হোন। কিন্তু খোদ সোমেন বললেন,” আমাকে ছেড়ে দাও। আমি মন্ত্রী হব না। আমি তো নিয়মিত বিধানসভাতেই যেতাম না। আমি বরং দলটা করি।”
বস্তুত ওই প্রজন্মের নেতাদের মধ্যে সোমেনবাবুই একমাত্র মন্ত্রী হন নি। প্রিয়, সুব্রত, সোমেন ত্রয়ীর মধ্যে তিনিই একমাত্র। পরে মমতাও অনেক বড় দায়িত্বে যান। কিন্তু সোমেনের প্রশাসনিক পদগুলির প্রতি কোনো আগ্রহ ছিল না। সংগঠনেই সাবলীল ছিলেন তিনি।































































































































