করোনা যুদ্ধে মমতার লড়াইয়ের কাহিনী এবার বইয়ের পাতায়

0
2

করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব আক্রান্ত, অচল। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। অলিগলি থেকে ভেসে আসছে মৃত্যুর কান্না। অচেনা-অদৃশ্য শত্রুর থেকে রেহাই মেলেনি আমাদের দেশ ও রাজ্যের। আর রাজ্যের মানুষকে রক্ষা করতে মারণ ভাইরাস করোনা মোকাবিলায় শুরু থেকেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে লড়াই করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার করোনা যুদ্ধে মমতার গঠনমূলক ভূমিকা নিয়ে প্রকাশিত হলো বই। যেখানে কোভিড-১৯ মোকাবিলায় বিগত কয়েক মাস ধরে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের কল্যাণে মুখ্যমন্ত্রীর নানা ধরণের কর্মসূচি ও পদক্ষেপের কাহিনী লিপিবদ্ধ করা আছে বইয়ের পাতায় পাতায়। মমতার লড়াইয়ের কাহিনী তুলে ধরা এই বইয়ের নামকরণ করা হয়েছে “করোনা যুদ্ধে মমতা”। সম্পাদনায় একেবারে নতুন প্রজন্মের সাংবাদিক জামিতুল ইসলাম।

সদ্য প্রকাশিত এই সংকলনে খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশার, কবি সুবোধ সরকার, শিল্পী শুভাপ্রসন্ন, গায়ক কবির সুমন, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, একাধিক অধ্যাপক, চিকিৎসক এবং সাংবাদিক তাঁদের নিজেদের দৃষ্টিকোণ থেকে করোনা যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসাহসিক পদক্ষেপ তুলে ধরেছেন।
সম্প্রতি, রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বইটি প্রকাশ পেয়েছে।