করোনায় ক্রিকেট বন্ধ থাকলেও আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ের মগডালে কোহলি-রোহিত

0
2

দুনিয়া জুড়ে করোনার দাপটে দীর্ঘদিন ধরে বন্ধ সব ধরণের ক্রিকেট। বাইশ গজের লড়াই না থাকলেও আইসিসি র‌্যাঙ্কিংয়ে তার কোনও প্রভাব পড়েনি। ব্যক্তিগত সেরার তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি- ও তাঁর ডেপুটি রোহিত শর্মা।

সদ্য প্রকাশিত আইসিসি ওয়ান-ডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকাযর শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর রেটিং পয়েন্ট ৮৭১। পাঁচ মাস আগেও একই রেটিং পয়েন্ট ছিল কোহলির। তাঁর ঠিক পরেই রয়েছেন জাতীয় দলে তাঁর ডেপুটি রোহিত শর্মা। তাঁর রেটিং পয়েন্ট ৮৫৫।

আইসিসি ওয়ান-ডে তালিকায় বোলারদের মধ্যে এক নম্বরে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে ভারতের জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৭১৯।

অন্যদিকে, র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের বিভাগে তালিকার প্রথম দশে অবশ্য ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা। র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার।