মানুষের বুদ্ধিমত্তাকে এবার ছাপিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

0
2

পৃথিবীর বহু দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এই দেশেও তার ছাপ পড়েছে। ডিজিটাল প্রযুক্তিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছাপ দেখা যায়। আগামী দিনে সারাবিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও উন্নত হবে। আর তার ফলে মানুষের অস্তিত্ব সঙ্কট বাড়বে বলে মত বিশেষজ্ঞদের।

এই আশঙ্কার কথা শুনিয়েছেন টেসলা এবং স্পেস-এক্সের সিইও ইলন মাস্ক। তিনি বলেন, আগামী পাঁচ বছরে মানুষের ব্রেনের থেকেও আরো স্মার্ট হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ২০২৫ সালের মধ্যে সারা বিশ্বেই মানুষের বুদ্ধিমত্তাকে ছাপিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। যদিও এই নিয়ে আশঙ্কার কথা শুনেছেন তিনি। তিনি জানান, “সারা বিশ্ব এমন একটা সময়ের দিকে যাচ্ছে যেখানে মানুষের বুদ্ধি থেকে আর্টফিসিয়াল ইন্টেলিজেন্স অনেক দ্রুত কাজ করবে। আর এতে মানুষের অস্তিত্ব সংকট হতে পারে।”

প্রসঙ্গত, এর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মুখ খুলেছেন তিনি। ২০১৬ সালে তিনি বলেন, এমন সময় আসবে যখন মানুষের মাথাও কম্পিউটারের সঙ্গে জুড়ে ফেলা সম্ভব হবে। কম্পিউটারের পোষ্যের মতো আচরণ করতে বাধ্য থাকবে মানুষ। এই বিষয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।